বিদেশবাংলা রিপোর্ট
আগামী ২রা এপ্রিল (রোববার) অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র' অভিষেক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। গতকাল ১৪ জানুয়ারী (শনিবার) সন্ধ্যায় রকডেলস্থ কস্তুরী রেস্টুরেন্ট এন্ড ফাংশন সেন্টারে অত্যন্ত আনন্দঘন পরিবেশে 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র' নতুন কার্যকরী পরিষদের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম লেখক ও সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে গঠিত প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের 'অভিষেক সন্ধ্যায়' প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর কাজী ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া সরকারের তিন স্তরের কর্মকর্তা, অস্ট্রেলিয়ান প্রেস কাউন্সিল, প্রেস ক্লাব, ও মিডিয়ার সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনে'র সিনিয়র নেতৃবন্দ, বুদ্ধিজীবি, লেখক, কবি, সাহিত্যিক, টেলিভিশন চ্যানেল, রেডিও, অনলাইন পোর্টাল ও বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক ও সাংবাদিক বৃন্দ।
সংগঠনের সভাপতি ডঃ এনামুল হক'র সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মেদ আবদুল মতিন'র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য রাখেন কার্য নির্বাহী পরিষদের সন্মানিত সদস্য ডঃ রতন কুন্ডু, রাশেদ শ্রাবণ, সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম ও মোহাম্মাদ রেজাউল হক।
কার্যকরী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে অভিষেক সন্ধ্যা উদযাপন, কাউন্সিল'র ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করার জন্য সংগঠনের সংবিধান পর্যালোচনা, নেটওয়ার্কিং, কমপ্লেয়ান্স ও অন্যান্য বিষয়েসবিষদ আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কার্যকরী পরিষদের সভায় বিভিন্ন মতামত পেশ ও আলোচনায় অংশগ্রহণ করেন জয়েন্ট সেক্রেটারী আবদুল আউয়াল, সদস্য মিজানুর রহমান সুমন, প্রচার সম্পাদক কাজী আলমগীর, অর্থ সম্পাদক মোহাম্মাদ ন হুদা, সদস্য কাজী আরমান, মিডিয়া ও কমুনিক্যাশন সেক্রেটারী আসিফ ইকবাল ও সদস্য আলী বাশির নূর।
সবশেষে কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হক উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
< Prev | Next > |
---|