mujib-auবঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়া বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একটি সামাজিক সংগঠন। একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় তথা বাঙালি সংস্কৃতিকে ধারণ ও লালন করার জন্য আজ থেকে প্রায় ২৫ বছর আগে অস্ট্রেলিয়াতে এই সংগঠনটির জন্ম হয় | প্রতিবছর জাতীয় দিবসগুলো পালন করা ছাড়াও বাঙালি সংস্কৃতির বিকাশে বৈশাখী মেলা ও অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করে আসছে এই সংগঠন|

ড. খায়রুল হক চৌধুরী (সভাপতি) ও মো: রফিক উদ্দিন (সাধারণ সম্পাদক)আমরা জেনে অত্যন্ত আনন্দিত যে, অস্ট্রেলিয়াতে বসবাসরত সাংবাদিক, লেখক ও মিডিয়ার লোকজন মিলে বিগত ১১ ডিসেম্বর (রোববার) দুপুরে সিডনির ইঙ্গেলবার্নস্থ একটি ফাংশন সেন্টারে "অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র" প্রথম কার্যকরী পরিষদ নির্বাচিত করেছে | নব নির্বাচিত সভাপতি ড. এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন সহ ১৫ সদস্যের কার্য নির্বাহী পরিষদকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি |

আমরা আশা করছি এই কাউন্সিল বস্তুনিষ্ঠ সংবাদের আলোক বর্তিকা হাতে নিয়ে সুস্থ সমাজ বিনির্মানে বিশেষ ভূমিকা রাখবে |

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল দীর্ঘজীবী হোক।


ধন্যবাদান্তে,
ড. খায়রুল হক চৌধুরী
সভাপতি

মো. রফিক উদ্দিন
সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়া

BANGABANDHU SOCIETY OF AUSTRALIA, INC
--------------------------------------------------------------------
Regd. No. Y 2650818, ABN 24 508 194 656, Charity reg. No. CFN 17511

সাম্প্রতিক