sorok-surস্টাফ রিপোর্টার: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বকুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল সোমবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কেদারপুর ইউনিয়নের কাঞ্চন মালা (৭০) ও শাজানাজ বেগম (৪৫)। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ও দু’জনকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুপুরে বকুলতলা এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি থ্রি-হুইলারকে (মাহিন্দ্রা) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান থ্রি-হুইলারের যাত্রী কাঞ্চন মালা ও শাহানাজ বেগম।

সাম্প্রতিক