গাজীপুর : শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু মুসল্লিদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই টঙ্গী রেলওয়ে স্টেশনে। বাড়ি ফেরত মুসল্লিরা পড়েছেন চরম দুর্ভোগে।
আজ রোববার দুপুরে আখেরি মোনাজাতের পর টঙ্গী রেলওয়ে স্টেশনে সরেজমিনে গেলে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, ট্রেনের ভেতর-ছাদে এমনকি স্টেশনে ভেতরে সব জায়গায় মানুষের ভিড়। একজন আরেকজনকে টেনে তুলছেন ছাদে। তবে ফিরতি পথের দুর্ভোগ এড়াতে পারলে সার্থক হতো বলে মনে করছেন মুসল্লিরা।
শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
< Prev | Next > |
---|