নাইম আবদুল্লাহ
গত ২৬শে ডিসেম্বর (সোমবার) সিডনিস্থ ওয়েন্টওর্থভিল রেডগাম অডিটয়ামে ‘শত ফুল প্রস্ফুটিত হোক’ এই শ্লোগান নিয়ে প্রবাসি বাংলাদেশীদের প্রতিষ্ঠান নীপবন পল্লী গ্লোবাল বিজয় দিবসের আয়োজন করে। নতুন প্রজন্মের শিশু কিশোরদের মনে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশি কৃষ্টি ও ইতিহাস তুলে ধরার লক্ষ্যে মূলত এই অনুষ্ঠানের আয়োজনকরা হয়।
বিজয় দিবসের এই অনুষ্ঠানসূচীতে সকালে প্রথম পর্বে নিপবন পল্লীর প্রামাণ্য চিত্র প্রদর্শন, ছোট ছোট ছেলেমেয়েদের যেমনখুশি তেমন সাজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু কিশোরদের হল সাজানো সহ অনুষ্ঠান প্রাঙ্গনে দেশীয় রকমারি পসরার দোকান সাজিয়ে কেনাবেচা করতে দেখা যায়।
বেলা দুইটায় দুপুরের খাবার পরিবেশনের পর দ্বিতীয় পর্বে রোকসানা হুসাইন জেবা ও কাজী সুলতানা শিমি’র সঞ্চালনায় মূল সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। শিশু কিশোরদের অংশগ্রহনে কোরাস গান, দলীয় নৃত্য, একক নৃত্য, গান, কবিতা, গীতিনাট্য ও ফ্যাশন’শো ছিল বিজয় দিবসের এই পর্বের মূল আকর্ষণ।
অংশগ্রহণকারী ছেমেয়েদের মধ্যে ছিল অপ্সরা, নিশু, রোজ, রেইন, ছোঁয়া, তানিশা, নোয়েল, ফাবিহা, প্রথম, সামারা, রিউইন, শেরউইন, রাশনান, সারাহ, তাজমিন ও নুশাবা।ছোটদের পরিবেশনার মূল দায়িত্বে ছিলেন ডাঃ ফারজানা ইউসুফ লিটা ও নুরুন্নাহার ফামি টুম্পা।
ছোট ছেলেমেয়দের অনুপ্রেরনা দেয়ার জন্য বড়োরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব ও তত্বাবধানে ছিলেন ডাঃ শায়লা জাহিদ লিমা। সহযোগিতায় ডাঃ শায়েক খান, নীপবন পল্লীর পরিচালক আসাদ শামস ও ডা: রেবেকা মনি পারভেজ। আয়োজকদের সার্বিকভাবে সহায়তা করেন স্বপন ইসলাম, খন্দকার মামুন রহমান, শিরিন শাওন ও ডাঃ জাকির পারভেজ। সাউন্ড সিস্টেমও মঞ্চ পরিচালনায় ছিলেন বদিউজ্জামান নাদিম ও অক্টপ্যাডে সার্বিক সহযোগিতা করেছেন নির্মাল্য চক্রবর্তি।
নীপবন পল্লী আয়োজিত ১০ দিনব্যাপী 'আমাদের প্রাণের বিজয় মেলা'র সমাপনী অনুষ্ঠানে কমিউনির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ান লিবারেল পার্টি থেকে ফেডারেল পার্লামেন্টের জাতীয় নির্বাচনে ওয়াটসন আসন থেকে এপি পদে প্রাতিদ্বন্দ্বিতাকারী প্রথম বাংলাদেশী শাহে জামান টিটু, ভয়েস অব বাংলাদেশ রেডিও'র নির্বাহী পরিচালক ড. নার্গিস বানু, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র সভাপতি ড. এনামুল হক, জেনারেল সেক্রেটারী মোহাম্মেদ আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারী আবদুল আউয়াল, কার্য নির্বাহী পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয এ্যালুনায়ী এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আবদুল্লাহ, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সিরাজুস সালেকীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস এর সভাপতি একেএম ফজলুল হক শফিক, সাবেক সভাপতি এ্যাড মোবারক হোসেন, বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার' সাধারণ সম্পাদক গাউসুল আজম শাহজাদা, রংধনু অজবাংলা কালচারাল এসোসিয়েশনের সভাপতি শামীম সামসুসজ্জামান, কোষাধ্যাক্ষ নাফিস আহমেদ খন্দকার প্রমুখ।
এছাড়াও সিডনি প্রবাসি বুদ্ধিজীবি, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবন্দসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিপবন পল্লী সিডনিতে বসবাসরত প্রবাসি বাংলাদেশীদের একটি সামাজিক প্রতিষ্ঠান যা নতুন প্রজন্মকে প্রবাসে সকল প্রকার বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ, চর্চাএবং সম্প্রসারিত করার লক্ষ্যে অনুপ্রেরণা মূলক উদ্যোগ নিয়ে থাকে।
আয়োজকরা জানান, ‘১৬ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও আনন্দের দিন। পৃথিবীর মানচিত্রে আমাদের স্বাধীনতার ও স্বকীয়তার আত্মপ্রকাশের দিন। নতুন প্রজন্মের কাছে এই বার্তা প্রকাশের দায়িত্ব আমাদের সকলের। এই দায়িত্ব পালনের অংশ হিসেবে আমাদের নুতন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের বীরগাঁথা, ইতিহাস এবং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই মূলত এই আয়োজন।’
সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
< Prev | Next > |
---|