আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ বাহিনী।
বিবিসি বলছে, এই পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে পাঁচজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভিক্টোরিয়ার পুলিশ প্রধান গ্রাহাম অ্যাস্টন জানিয়েছেন। অ্যাস্টন জানান, হামলায় ‘বিস্ফোরক’ ও ‘ছুরি কিংবা আগ্নেয়াস্ত্র’ ব্যবহার করা হতে পারে বলে হুমকি ছিল।
তিনি আরো জানান, ফ্লিন্ডার্স স্ট্রিট ট্রেন স্টেশন, ফেডারেশন স্কয়ার এবং সেন্ট পলস ক্যাথিড্রালের মতো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই হামলার হুমকি ছিল। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যে হামলার হুমকি আমরা নস্যাৎ করে দিয়েছি এরপর আর কোনো হুমকি নেই।
অ্যাস্টন বলেন, আটক হওয়া পাঁচজনের মধ্যে চারজনই লেবানিজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী নাগরিক। অপর একজন মিশরীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয়। তাদের সবার বয়স বিশের কোঠায়।
অ্যাস্টন দাবি করেন, এরা সবাই নিজে নিজেই উগ্রপন্থার দিকে ধাবিত হয়েছেন। তবে তথাকথিত মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রপাগান্ডায় তারা অনুপ্রাণিত হয়েছেন। অভিযানে অপর একজন পুরুষ ও নারীকে গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রায় এক সপ্তা ধরে পুলিশের নজরদারির পর মেলবোর্নের উত্তর এবং পশ্চিমাংশে পাঁচটি স্থানে এই অভিযান চালানো হয় বলে অ্যাস্টন জানান।
< Prev | Next > |
---|