Cricket-Australiaস্পোর্টস ডেস্ক: ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সফরে দুটি টেস্ট খেলার কথা ছিল তাদের। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকার কথা জানিয়ে বাংলাদেশ সফরে আসেননি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা।

তবে এ বছর বাংলাদেশ সফর করতে আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ (বুধবার) এমনটিই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদারল্যান্ড বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমান সময়ের মতো স্থিতিশীল থাকলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে যাবে অস্ট্রেলিয়া।

তিনি বলেন, ‘চলতি বছর এ সফর হওয়ার সম্ভাবনা বেশি। আমরা গত বছর যেটা দেখলাম, ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। সেখানে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমরা সেখানে আমাদের নিরাপত্তাপ্রধান শন ক্যারলকে পাঠিয়েছিলাম। সাত থেকে দশ দিনের মতো বাংলাদেশে থেকে সে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং নিরাপত্তাব্যবস্থা দেখে স্বস্তি প্রকাশ করেছে।’

‘এ মুহূর্তে আমি বলতে পারছি আমরা সেখানে দুটি টেস্ট খেলতে যাব। আজ ও আগামীকালের মধ্যেই আবার কিছু একটা হতে পারে। আমরা নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করব’, যোগ করেন সাদারল্যান্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড২০০৬ সালের পর বাংলাদেশে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। গত বছর আসার কথা থাকলেও দেশটির সরকার থেকে ‘নিরাপত্তা ঝুঁকির’ সতর্কতা দিলে ক্রিকেট অস্ট্রেলিয়া দল পাঠাতে অপারগতা প্রকাশ করে। শুধু জাতীয় দল নয়, ২০১৬ সালে যুব বিশ্বকাপেও বাংলাদেশে দল পাঠায়নি অস্ট্রেলিয়া।

জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমি মনে করি সফরটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমাদের জন্য নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড়। ক্রিকেটার, স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা নিশ্চিতের পরই আমরা সেখানে যাব। আমরা নিরাপত্তা নিয়ে কোনো আপস করব না।’

সাম্প্রতিক