alkaidaআন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ করেছেন আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি। অনলাইনে প্রকাশিত একটি অডিও বার্তায় জাওয়াহিরি বলেন, “আল-কায়েদা শিয়া মুসলিমদের উপর সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে একজোট হয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছেন আইএস প্রধান আবু বরক আল-বাগদাদি।” “নিজেরা প্রতারক হওয়া সত্ত্বেও তারা আমাদের নামে মিথ্যা ছড়াচ্ছে। তারা বলছে, আমরা শিয়াদের নিন্দা করি না।” আল-কায়দা ও আইএস দুটিই সুন্নি মুসলিমপন্থি জঙ্গি সংগঠন হলেও কেউ কারও প্রতি আনুগত্য প্রকাশ করেনি। বরং প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে চরম বিরোধ রয়েছে।

জাওয়াহিরি বলেন, “তারা (আইএস) বলছে ভবিষ্যৎ ইসলামিক খিলাফতে সরকার পরিচালনায় আমি খ্রিস্টানদের অংশীদার করার কথা বলেছি। আসলে আমি তা বলিনি।” “আমি শুধু বলেছি খ্রিস্টানরা ভূমি, কৃষি, বাণিজ্য ও অর্থে অংশীদার হতে পারবে এবং শরিয়া আইন অনুযায়ী আমরা ওইসব ক্ষেত্রে তাদের গোপনীয়তা বজায় রাখব।” শিয়াদের বিষয়ে জাওয়াহিরি বলেন, “আমি আইএস-র প্রতি শিয়া মুসলিমদের বিস্তারলাভ করতে দেওয়ার আহ্বান জানাইনি। বরং আমি বলেছি, তাদের শিয়া নেতৃত্বাধীন ইরাকি সেনাবাহিনীর উপর হামলা চালাতে এবং সাধারণ নাগরিকদের উপর ক্রমাগত হামলা বন্ধ করতে।”

“আমি তাদের বহুবার বাজার, পবিত্র স্থান ও মসজিদে হামলা করতে নিষেধ করেছি এবং সেনাবাহিনী, নিরাপত্তাবাহিনী, পুলিশ এবং শিয়া মিলিশিয়াদের উপর হামলা করতে বলেছি।” ২০১১ সালে আল-কায়দা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পর নেতৃত্বে আসেন মিশরের নাগরিক জাওয়াহিরি। গুপ্ত স্থান থেকে নিয়মিত অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে কোথাও তিনি লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়।

ওই অডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে জাওয়াহিরি আবারও বলেন, “আমেরিকাকে বলি, আমরা আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করি না।” যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ অডিও বার্তাটি অনুবাদ করেছে।

সাম্প্রতিক