history-today

১৩২৪ সালের এই দিনে ইতালীয় নৌ পরিব্রাজক মার্কোপলোর মৃত্যু।
১৬৭৯ সালের এই দিনে ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।
১৮০৬ সালের এই দিনে ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
১৮৯৫ সালের এই দিনে ফরাসি কবি পল ভেরলেনের মৃত্যু।
১৯০৯ সালের এই দিনে কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবীর জন্ম।
১৯১৬ সালের এই দিনে প্রধানত বৃটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।
১৯৪০ সালের এই দিনে ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি মাখন ইত্যাদির রেশন শুরু।
১৯৪২ সালের এই দিনে ব্রিটিশ তত্ত্বীয় পদার্থবিদ স্টিফেন উইলিয়াম হকিংয়ের জন্ম।
১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন।
১৯৭৬ সালের এই দিনে চীনের বিপ্লবী নেতা চৌ এন লাই ৭৭ বছর বয়সে পরলোক গমন করেন।
১৯৭৮ সালের এই দিনে ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।
১৯৮৭ সালের এই দিনে ইরানি যোদ্ধারা পূর্বাঞ্চলীয় ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরায় মোতায়েন হানাদার সাদ্দামের বাহিনীর বিরুদ্ধে কারবালা ৫ নামের সেনা অভিযান শুরু করে।

সাম্প্রতিক