১৭৫৭ সালের এই দিনে রবার্ট কাইভ হুগলি অধিকার করেন।
১৭৯২ সালের এই দিনে তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮১৬ সালের এই দিনে স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।
১৮৭৩ সালের এই দিনে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপাটের্র মৃত্যু।
১৮৯০ সালের এই দিনে খ্যাতনামা চেক লেখক এবং নাট্যকার ক্যারেল কাপেক জন্ম গ্রহণ করেছিলেন।
১৯০৮ সালের এই দিনে ফরাসি ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বেভোয়ারের জন্ম।
১৯২২ সালের এই দিনে নোবেলজয়ী ভারতীয় জীববিজ্ঞানী হরগোবিন্দ খোরানার জন্ম।
১৯২৩ সালের এই দিনে প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।
১৯৪৫ সালের এই দিনে ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউডের মৃত্যু।
১৯৬০ সালের এই দিনে মিসরের নীল নদের উপর বিশ্ব বিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।
১৯৬৪ সালের এ দিনে পানামায় মার্কিন পতাকা উড্ডয়নের জের হিসেবে পানামা খালের অধিবাসীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে।
১৯৮২ সালের এই দিনে মিশর ও ইজরাইল সিনাই থেকে ইজরালি সৈন্য প্রত্যাহারে সম্মত হয়।
১৯৮৪ সালের এই দিনে সঙ্গীতশিল্পী আঙুরবালা দেবীর মৃত্যু।
১৯৯৪ সালের এই দিনে কমিউনিস্ট নেতা দেবেন শিকদারের মৃত্যু।
< Prev | Next > |
---|