duduk chairmanস্টাফ রিপোর্টার: দুর্নীতি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার দুদক’র প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এ মুহূর্তে বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি অপসারণ করা সম্ভব না হলেও প্রতিরোধ করা সম্ভব। আর এই দুর্নীতি প্রতিরোধে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মত দেন দুদক চেয়ারম্যান।

ইকবাল মাহমুদ বলেন, আলোকিত মানুষ গড়তে নতুন নতুন উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ত্রিশ হাজার খাতা ও পাঁচ হাজার জ্যামিতি বক্স বিতরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদক চেয়ারম্যান বলেন, সুবচন নির্বাসনে যায়নি তবে, সুবচনের কাক্সিক্ষত চর্চা হচ্ছে না।

গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্কাউটস এর মতো সামাজিক সংগঠনগুলোর সঙ্গে কমিশন সমঝোতা স্মারকের মাধ্যমে একত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া সমন্বিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি কিংবা অন্য যেকোনো খারাপ বা অনৈতিক কাজ প্রতিরোধ করা সম্ভব নয়।

সম্মিলিত প্রচেষ্টা থাকলে দুর্নীতি দমন বা প্রতিরোধ অসম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রম ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। আমরা শুধু ভালো ছাত্র নয়, আলোকিত মানুষ গড়তে চাই। একারণে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সুবচন সম্বলিত খাতা, জ্যামিতি বক্স বিতরণ করা হচ্ছে।

আমরা প্রত্যাশা করি এসব সুবচন তাদের হৃদয়ে গোঁথে যাবে। তারা সৎচর্চা এবং সৎ জীবন-যাপনে উদ্বুদ্ধ হবে এবং প্রত্যেকেই সুবচনের দূত হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন স্বাগত বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউটস ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাম্প্রতিক