child un আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে শিশুরা। শহরটিতে ৫৫ লাখ মানুষের বসবাস। এই বিপুল সংখ্যক মানুষের জন্য দুইসপ্তা ধরে খুবই অল্প কিংবা প্রয়োজনীয় পানি সরবরাহ নেই বলে শুক্রবার জাতিসংঘ জানিয়েছে। ইউনিসেফের মুখপাত্র খ্রিস্তফ বোলেরাক বলেন, “শিশুদের মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।”

রাজধানীর দুটি প্রধান পানির উৎস ওয়াদি বারাদা উপত্যকা ও আইন-এল-ফিজাহ থেকে পানি সরবরাহ ব্যবস্থা ২৯ ডিসেম্বর থেকে ছিন্ন করা হয়েছে। পরিকল্পিতভাবে এটিকে লক্ষ্যে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে এরজন্য যুদ্ধরত কোন পক্ষ দায়ী তা উল্লেখ করেনি এই বিশ্ব সংস্থাটি। সিরীয় সামরিক বাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত ওয়াদি বারাদা উপত্যকায় বোমা বর্ষণ করেছে।

যদিও রুশ ও তুর্কি সহায়তায় দেশজুড়ে অস্ত্রবিরতি চলছিল। প্রতিবেশী এলাকাগুলোর অধিবাসীরা তিন থেকে চারদিন পর পর দুই ঘণ্টার জন্য পানি পাচ্ছে। অনেক মানুষ অনিয়মিত বিক্রেতাদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন। এই পানি বিশুদ্ধ কিনা তার কোনো নিশ্চয়তা নেই। পাশাপাশি সাধারণ দামের তুলনায় দুই-তিনগুণ বেশি দামে এই পানি কিনতে হচ্ছে।

পানি দিতে অস্বীকৃতি জানানো কিংবা পরিকল্পিতভাবে পানির ঘাটতি সৃষ্টি করা যুদ্ধাপরাধ বলে বৃহস্পতিবার মন্তব্য করেছে জাতিসংঘের নিযুক্ত সিরিয়া বিষয়ক মানবাধিকার উপদেষ্টা জেন ইগল্যান্ড। তিনি বলেন, পানি সরবরাহ ব্যবস্থা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর গুরুতর মেরামত প্রয়োজন। কিন্তু জাতিসংঘ এটি মেরামতের জন্য একটি দল পাঠাতে চাই ব্যাপক প্রতিবন্ধকতার শিকার হয়।

এরমধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পাওয়া নিয়ে টালবাহানাও রয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয়, নিরাপত্তা কমিটি এবং বিবদমান পক্ষগুলোও থেকে বাধা এসেছে। তবে কে বাধা দিয়েছে তা নির্দিষ্ট করে তিনি বলেননি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, মেরামতের জন্য অন্ততপক্ষে চারদিন সময় প্রয়োজন। সময় আরো বেশি লাগার সম্ভাবনাও রয়েছে। জাতিসংঘের একটি দল দামেস্ক সফর করে জানিয়েছে, অধিকাংশ শিশু অন্ততপক্ষে আধা ঘণ্টার পথ হেঁটে কাছের মসজিদ কিংবা জনগণের জন্য উন্মুক্ত পানির উৎস থেকে পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। সেখানেও তীব্র শীতের মধ্যে দীর্ঘ সারিতে এক একটি শিশুকে দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

ইউনিসেফ পানি উত্তোলন করার জন্য পাম্প চালুতে জেনারেটর সরবরাহ করেছে। এই জেনারেটরগুলো চালাতে প্রতিদিন ১৫ হাজার লিটার জ¦ালানি তেলও সরবরাহ করছে। ৩৫ লাখ মানুষের জন্য এই পাম্পগুলো প্রতিদিন ২ লাখ কিউবিক মিটার পানযোগ্য পানি সরবরাহ করবে।

সাম্প্রতিক