putinআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হেয় করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়াতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন! শুক্রবার প্রকাশিত এক পর্যালোচনা প্রতিবেদনে এ দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। ওই প্রতিবেদনে দেশটির এক শীর্ষ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়ার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা হ্রাস, দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে কলঙ্কিত করা, নির্বাচনে তার জয়ের পথটি কঠিন করে তোলা এবং জয়ী হলে তার প্রেসিডেন্সিকে ক্ষতিগ্রস্ত করা।

প্রতিবেদনে আরো বলা হয়, “আমাদের মূল্যায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২০১৬ সালের প্রচারণায় প্রভাব বিস্তারের নির্দেশ দিয়েছিলেন। আমাদের আরো মূল্যায়ন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে পুতিন ও রাশিয়ার সরকারের পরিষ্কার পক্ষপতিত্ব ছিল। আমাদের এই মূল্যায়নের ওপর আমাদের দৃঢ় প্রত্যয় রয়েছে।”

প্রকাশিত এই প্রতিবেদনটি থেকে গোপনীয় অংশগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নিজের পক্ষে ব্যবহার করতে রাশিয়া নজিরবিহীন প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত এই প্রতিবেদন ওই অভিযোগের সবচেয়ে পরিষ্কার বর্ণনা তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়ে গেছে।

ইলেকটোরাল কলেজে ট্রাম্পের জয় শুক্রবার কংগ্রেসের ছাড়পত্রও পেয়েছে। তারপরও নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের গোয়েন্দা প্রতিবেদনে চটে আছে ওয়াশিংটন। প্রায় ৩০ লাখ পপুলার ভোট বেশি পেয়ে হিলারি জয়ী হলেও ইলেকটোরাল কলেজের ভোটে ট্রাম্পের কাছে হেরেছেন তিনি। ইলেকটোরাল কলেজের ভোটেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সাম্প্রতিক