মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : আজ প্রতিদিনের মত জ্যাম, ধুলাবালি আর কর্মব্যস্ততা নয়। আজ আপনি অন্যরকম একটা দিন পার করবেন। ভাবনাগুলো আজ স্বপ্নজুড়ে থাকবে। আবার এমন কোনো ঘটনাও ঘটতে পারে যা গতকাল রাতে স্বপ্নে দেখেছেন। আর্থিক কল্যাণ ঘটবে কাছের বন্ধুর কারণে। আজ অচেনা লাগতে পারে প্রিয় মানুষকে। বেকারদের কারো বিড়ম্বনা বাড়তে পারে।
বৃষ (এপ্রিল ২০-মে ২০) : আনন্দের মধ্য দিয়ে যাবে আজকের দিনের পুরোটা। তবে আবেগী আচরণ দেখিয়ে অসহ্য হবে কেউ। প্রেমভাগ্য ভোগাবে। নতুন কারো সঙ্গ পাবেন অংশীদারী ব্যবসায়। বন্ধুদের পাল্লায় পড়ে কোনো কাজ হয়তো করতে হবে, তবে তার সুমিষ্ট ফল আপনিই ভোগ করবেন।
মিথুন (মে ২১-জুন ২০) : ঘরের দরজার সামনে দাড়িয়ে থাকেন, পছন্দের কেউ আজ অতিথি হয়ে আসবে আপনার ঘরে। নিজ হাতে লাগানো ফুলের সৌরভ পাবেন। দূর পাহাড় টানছে, ছুটে যেতে ইচ্ছা করবে। ভালোলাগা খারাপ লাগার পার্থক্য হঠাৎ করেই বিমুর্ত হবে। অর্থকষ্ট কিছুটা বিড়ম্বিত করতে পারে। বেকারদের কারো কর্মসংস্থান ডাক পাঠাতে পারে।
কর্কট (জুন ২১-জুলাই ২২) : লেখালেখির অভ্যাস আগে না থাকলেও আজ কিন্তু পেয়ে বসবে। যতক্ষণ না লিখছেন আপনাকে অস্থির করে রাখতে হাতে থাকা তথ্যভাণ্ডার। স্বর্ণ ব্যবসায়ীদের হাতে আজ স্বর্ণ ফলবে। মন খারাপের কোনো ঘটনা ঘটতে পারে, তবে পাত্তা না দিলেও চলবে। প্রেমে রোমান্স অবধারিত।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) : অনেক অপেক্ষা করেছেন, আজ হঠাৎ করেই অবসান ঘটবে। নতুন রাজনীতি চালু হবে কর্মক্ষেত্রে। কারো কাছ থেকে উপহারও পেতে পারেন। নিজের চিন্তায় মগ্ন রয়েছেন, এর মাঝে অপরের চিন্তা ভিড় করতে পারে। লঘু অপরাধে গুরু শাস্তিও ঘটতে পারে।
কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) : অনেক আগেই প্রেমময় একটা দিন আপনার জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু তা আজ উপভোগ করবেন। অপরের ভালো থাকা দেখে আজ আর নিজেকে উপেক্ষিত লাগবে না। বন্ধুর সঙ্গে ঝগড়া মিটে যাবে। সহকর্মীর কারো সঙ্গে খাতিরটা একটু বেশিই জমে যাবে। অর্থ ভাগ্য ভালোই যাবে।
তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) : কোনো পরিকল্পনা ছাড়াই দারুণ একটি ভ্রমণ আনন্দ জুটে যেতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দিত হবেন। ঠিক তেমনি কাছের কারো পরাজয়ে অশান্তি ঘটবে। ব্যবসায়িক জটিলতা বাড়তে পারে। বুদ্ধির ফেরিওয়ালাদের কারো ধরা খাওয়ার আশঙ্কা আছে।
বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) : যদিও কোনো পূর্বলক্ষণ থাকবে না, তবু জীবনের গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আজই ঘটে যাবে। পারিবারিক বন্ধন আরেকটু মজবুত হবে। সহকর্মীদের কারো কুটনামী আচরণে চরমভাবে ক্ষিপ্ত হতে পারেন। অর্থ আসবে নিশ্চুপে। প্রেমানন্দ অটুট থাকবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) : মনটা ভারি হয়ে থাকার কারণ খুঁজে পাবেন না। মনে হতে পারে দূরে কোথাও কোনো অঘটন ঘটছে। গ্রহ বলছে, কাছের মানুষের সংস্পর্শে থাকুন। মনের ভেতর যতই অস্থিরতা কাজ করুক আপনাকে নিজের কাজের প্রতি আস্থা রাখতে হবে। ধনু শিক্ষার্থীদের জন্য বিশেষ খুশির খবর অপেক্ষা করছে। দূরযাত্রা অতি উত্তম।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) : সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিন, আজ আপনাকে সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে। নিজের কাজে ইদানিং সন্তুষ্টি বেড়ে যাবে। প্রশংসা পাবেন অনেক বেশি। প্রিয় মানুষের সঙ্গ মুগ্ধ করবে পুরো সময় জুড়ে। আর্থিক লেনদেন শুভ। বেকারদের কারো বিদেশ যাত্রার সুযোগ আসবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) : শারীরিক অবস্থা ভালো থাকলেও মানসিক অবস্থা ভোগাবে। অপরের দায় নিজের কাঁধে নেয়ার মতো অনুভূতি কাজ করবে। দীর্ঘদিন ধরে চেনা মানুষটি হঠাৎ অচেনা আচরণ করতে পারে। পাওনা অর্থ ফেরত পাবেন। বাড়িতে অতিথি আগমন ঘটবে। প্রতিবেশিদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) : আজ আপনি ভালোবাসার মানুষের কাছে কিছুটা উপেক্ষিত হতে পারেন। পাশের কাউকে ভুল পথে হাঁটা দেখলেও কিছু বলতে যাওয়ার দরকার নেই। বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে বিপদে পড়ার অভিজ্ঞতা হতে পারে। নিজের সঙ্গে যুদ্ধ করাটা আজ বাদ দিন। অর্থের আগমন ঘটতে পারে। রাস্তা পারাপারে সাবধানে থাকুন।
< Prev | Next > |
---|