আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উপকূলে আটক কেন্দ্রে এক সুদানী অভিবাসন প্রত্যাশী মারা গেছে। এর প্রতিবাদে বিতর্কিত আটক কেন্দ্রের বাসিন্দারা বিক্ষোভ করেছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
শনিবার অভিবাসন দপ্তর থেকে বলা হয়, অভিবাসন প্রত্যাশী ২৭ বছর বয়সী সুদানী ফয়সাল ইশহাক আহমেদ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ব্রিসবেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পাপুয়া নিউগিনির ম্যানুস দ্বীপ থেকে বিমানে করে তাকে কুইন্সল্যান্ডে নিয়ে যাওয়া হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। রোববার অভিবাসন বিভাগের এক নারী মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘আহমেদের মৃত্যুর পর আটক কেন্দ্রের একদল অভিবাসন প্রত্যাশী গোলযোগ সৃষ্টি করে।
তিনি জানান, এতে কেন্দ্রটির সম্পদের সামান্য ক্ষতি হলেও কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
< Prev | Next > |
---|