বিদেশবাংলা রিপোর্ট
বাংলা সংস্কৃতিকে অন্যান্য ভাষা-ভাষীর সামনে তুলে ধরা, একে অন্যের সাথে পরিচয়ের মাধ্যমে চিন্তা-চেতনাকে শেয়ার করা ও বন্ধুত্বের পরিধি প্রসারের উদ্দেশ্যকে সামনে রেখে গত ৩রা ডিসেম্বর (শনিবার) সিডনি'র রিভারউডে মাল্টিকালচারাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সাংস্কৃতিক সংগঠন 'ইনকারনেশন অস্ট্রেলিয়া' এই মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, অস্ট্রিয়া, ইরান, ইন্ডিয়া, কোরিয়া, চায়নাসহ বিভিন্ন দেশ থেকে মোট ১৫টি ব্যান্ড এতে অংশগ্রহণ করে।
ডিসেম্বর মাস, বিজয়ের মাস, বাঙালি জাতির গৌরবের মাস। যাদের আত্মত্যাগের বিনিময় বিশ্ব মানচিত্রে খোঁচিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। অনুষ্ঠানে বিজয়ের গানের মাধ্যমে সেই মহান বীর-শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও যীশু খৃষ্টের জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিও গভীর সন্মান জানানো হয়।
ইনকারনেশন অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা তিমোথি বি মালাকার টিম জানান, আমরা ধারাবাহিকভাবে এধরনের অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব দরবারে বাংলাদেশের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি তুলে ধরবো। ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতে প্রবাসি বাংলাদেশীদের স্বতস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন তিনি।
ইনকারনেশন অস্ট্রেলিয়ায় তিমোথি বি মালাকার টিম এর সহযোদ্ধা হিসেবে কাজ করছেন, মাইকেলি লিম, ডেবোরা শাহ মালাকার ও রেবেকা হেমিলটন।
< Prev | Next > |
---|