নাইম আবদুল্লাহ
সিডনি শহরের প্রাণকেন্দ্র অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় অনাড়ম্বর অনুষ্ঠান, গণসংগীত ও আতসবাজির মাধ্যমে প্রতি বছরের শেষ সন্ধ্যায় নূতন বর্ষবরণের বিশাল আয়োজন করা হলেও শহর থেকে প্রায় অর্ধশত কিলোমিটার দূরে সিডনীর অন্যতম ঘনবসতি পূর্ণ বাংলাদেশী অধ্যুষিত ক্যাম্পবেল টাউন এলাকায় আতশবাজি, গণ সংগীত এবং নূতন বর্ষবরণও এখানকার সর্বজন মহলে সর্বাধিক প্রশংসিত।
প্রতি বছরের ন্যায় এবারেও ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের উদ্যোগে রাত নয়টায় বর্ণাঢ্য আতশবাজি (ফায়ার ওয়ার্কস) ও ইংরেজি গণ সংগীতের মধ্য দিয়ে ও নূতন বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
রাত ৮ টা ৫৫ মিনিটে বর্ণাঢ্য আতশবাজির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মেগ ওটস ও কাউন্সিলর মাসুদ চৌধুরী।
কোশিনগায়া পার্ক সংলগ্ন হারলি স্ট্রিটে রাত নয়টায় প্রথম পর্বের এবং মধ্যরাত ১২ টায় দ্বিতীয় পর্বের এই আয়োজনে হাজার হাজার দর্শক স্ব-পরিবারে উপভোগ করে।
< Prev | Next > |
---|