নাইম আবদুল্লাহ
বড়দিন উপলক্ষে চারদিনের লম্বা ছুটিতে সিডনিতে মুসলিম সম্প্রদায় বিভিন্ন মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠান সমুহে দ্বীন, কুরআন ও ইসলামী আলোচনা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। রুটিহীল মসজিদে গত ২৩ ডিসেম্বর শুক্রবার বেলা আছর থেকে শুরু করে আগামী সোমবার ফজর পর্যন্ত ইস্তেমা ও ইসলামী জলসা চলবে। ফজর নামাজের পর মুসলিম বিশ্ব ও উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এই ইস্তেমায় অংশগ্রহণ করছেন।প্রতি বছর ডিসেম্বর মাসে খৃষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটিতে অস্ট্রেলিয়ায় এই ইজ্জতেমা অনুষ্ঠিত হয়ে থাকে।
সাউথ আফ্রিকা থেকে আগত হযরত মাওলানা সোলেমান খাতানী গতকাল (শনিবার)বাদ আছর রুটিহিল জামে মসজিদে "আল্লাহর সৃষ্টি ও নেয়ামত" সম্পর্কে বিশেষ বয়ান করেন। বিদেশবাংলা২৪ডটকমের
প্রধান সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন ইস্তেমাস্থল থেকে এই তথ্য জানান।
এছাড়াও গত শুক্রবার জুম্মার নামাজে সিডনির বিভিন্ন মসজিদ, মাসালা ও কনভেনশন সেন্টারগুলিতে
মুসুল্লিদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
< Prev | Next > |
---|