রাজনৈতিক রিপোর্টার:
গত ২৬ ডিসেম্বর (সোমবার) রকডেলস্থ একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা সমিতি বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডঃ আব্দুল মান্নান খানের সম্প্রতি অস্ট্রেলিয়া সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা জেলা সমিতির আহব্বায়ক হারুন অর রশিদের সভাপত্বিতে এবং সদস্য সচিব আনিসুর রহমান রিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা জেলার প্রবাসীসহ সর্বশ্রেনীর সুধীজনেরা এ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও তাঁর স্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান অতিথি এ্যাডঃ আব্দুল মান্নান খান তাঁর ভাষণে বঙ্গবন্ধুর সাথে কাটানো বিভিন্ন সময়ের কথা স্মতিচারণ করে বলেন, ‘৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য রফতানীর দেশে পরিণত হয়েছে। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়নের রাজনীতিতে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের উন্নয়নকে ব্যাহত করতেই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। কাজেই শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্ত্রাস আর জঙ্গীবাদকে মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে’। তিনি অস্ট্রেলিয়ার বুকে দলমত নির্বিশেষে ভেদাভেদ ভূলে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাব থাকার আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের সহকারী এটর্নী জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, শেখ কামালের ঘনিষ্ট বন্ধু আব্দুল মতিন, বঙ্গবন্ধু কাউন্সিলের সভাপতি শেখ শামীমুল হক, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, ইডেন কলেজের সাবেক ভিপি হাসিনা মান্নান খান, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, হাসান শিমুল ফারুক রবিন, সাবিত রিজভী শাওন, ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মুইদুউজ্জামান সুজন, আনিসুর রহমান প্রমুখ।
অনু্ঠানের বিশেষ অতিথি ইডেন কলেজের সাবেক ভিপি ও এ্যাডঃ আব্দুল মান্নান খানের সহধর্মিনী হাসিনা মান্নান খান নারীর ক্ষমতায়নে প্রবাসীসহ সকলকে আরো বেশি সক্রিয় হওয়ার আহবান জানান।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
< Prev | Next > |
---|