স্পোর্টস ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ও এডিলেড স্ট্রাইকার্স কোচ জেসন গিলেস্পিকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে দলের প্রধান কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের নাম ঘোষনা করা হয়।
১৭-২২ ফেব্রুয়ারি শ্রীলংকাকে তিনটি টি২০ ম্যাচে আতিথেয়তা দিবে অস্ট্রেলিয়া। কিন্তু ২৩ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। সে কারনেই দুটি আলাদা দলের জন্য কোচিং স্টাফও ভিন্ন করার তাগিদ থেকেই টিম অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত। দলের বর্তমান প্রধান কোচ ড্যারেন লেহম্যান ও সহকারী কোচ ডেভিড সাকার টেস্ট দলের সাথে ভারতীয় সফরে থাকবেন। গিলেস্পি ও ল্যাঙ্গার টি২০ দলে লেহম্যান ও সাকারের অভাব পূরণ করবেন।
নতুন দায়িত্ব সম্পর্কে গিলেস্পি বলেছেন, এই ধরনের সুযোগ পেয়ে আমি সত্যিই দারুন উচ্ছসিত। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে থাকতে পারাটা সত্যিই বিশেষ কিছু। আমার জন্য জাস্টিন ল্যাঙ্গারের সাথে কাজ করাটা অসাধারণ। অবশ্যই সে আমার বন্ধু ও সাবেক সতীর্থ। কিন্তু সে এমন একজন কোচ যে এই ধরনের ফর্মেটে দারুন সাফল্য পেয়েছে। পার্থ স্কোরচার্সের হয়ে বিবিএল এর শিরোপা পেয়েছেন ল্যাঙ্গার। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমি তাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। আশা করছি দলের ভাল ফলাফলে কিছুটা হলেও অবদান রাখতে পারবো। অস্ট্রেলিয়ার জন্য এই সিরিজটা গুরুত্বপূর্ণ। কারন এখনো টি২০তে তেমন কোন সাফল্য অর্জণ করতে পারেনি অসিরা। এই ধরনের সিরিজ আমাদের সামনে সাফল্য নিয়ে আসার সুযোগ করে দিচ্ছে। তবে যেহেতু বেশ কয়েকজন খেলোয়াড় টেস্ট দলের সাথে ভারত সফরে যাচ্ছে তাই নতুনদের জন্য সুযোগ তৈরী হচ্ছে। এখানে বিবিএল এর পারফরমেন্স বিবেচনা করা হবে। নির্বাচকদের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ।
কোচিং পেশায় গিলেস্পি মোটেই নতুন নন। এর আগে জিম্বাবুয়ের মিড-ওয়েস্ট রিনোসের পরে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারে বেশ কিছুদিন কোচিং করেছেন। বর্তমানে বিগ ব্যাশ লীগে তিনি এডিলেড স্ট্রাইকার্সের কোচ হিসেবে দায়িত্বরত রয়েছেন। কোচিং পেশায় আসার আগে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডেতে ৪০০রও বেশী উইকেট দখল করেছেন।
গিলেস্পির নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, শ্রীলংকার বিপক্ষে জাস্টিনের সাথে গিলেস্পিকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। কোচিং পেশায় তার বেশ অভিজ্ঞতা আছে। জাস্টিন ও গিলেস্পি মিলে টি২০ দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস। এখানে বিবিএল এর দুজন অভিজ্ঞ কোচ একসাথে কাজ করছেন। সে কারনেই আমরা বেশী আশাবাদী।
আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ও ২২ ফেব্রুয়ারি পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে কারডিনিয়া পার্কে ও এডিলেড ওভালে অনুষ্ঠিত হবে।
< Prev | Next > |
---|