মো: সিরাজুল হকবাংলাদেশ

আওয়ামিলীগ, অস্ট্রেলিয়ার সভাপতি বিশিষ্ট আইনজীবি মো: সিরাজুল হক 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তাটি নিম্নে প্রকাশ করা হলো।

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী লেখক ও সাংবাদিকদের সংগঠন ‘'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. এনামুল হক ও জেনারেল সেক্রেটারী মোহাম্মেদ আবদুল মতিনসহ সকল কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদেরকে বাংলাদেশ আওয়ামিলীগ, অস্ট্রেলিয়া'র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রাক্কালে গত ১১ ডিসেম্বর'২০১৬ ‘'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিজয়ের চেতনা নিয়ে বহির্বিশ্বে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করছি।

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের ইতিহাসে এই প্রথম লেখক ও সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কাউন্সিল গঠিত হওয়ায় এই সংগঠনের সভাপতি ড. এনামুল হক, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আবদুল মতিনকে জানাই রক্তিম শুভেচ্ছা।

আপনাদের ঐক্যবদ্ধ নেতৃত্ব আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য আর গৌরব গাঁথা পৃথিবীর দেশে দেশে পৌঁছে দিতে আপনারদের সংগঠন দূত হিসেবে কাজ করবে বলে আশা করছি।

আপনাদের সংগঠন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতা বিকাশে বিশেষ যোগাযোগ ছাড়াও প্রবাসি বাঙ্গালীদের মধ্যে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি।

আপনাদের সকল কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কল্যাণ, মঙ্গল ও সুস্থ্যতা কামনা করছি।

ধন্যবাদান্তে,
মো: সিরাজুল হক

সভাপতি
বাংলাদেশ আওয়ামিলীগ, অস্ট্রেলিয়া

সাম্প্রতিক