স্টাফ রিপোর্টার: পাকিস্তান বিএনপি-জামায়াতকে ব্যবহার করে বাংলাদেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা। বাংলাদশের অশুভ শক্তি। তারা পাকিস্তানের হয়ে কাজ করছে। এই অশুভ শক্তিকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়।
ঢাকা মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিসব উপলক্ষে ১০ জানুয়ারির জনসভার প্রস্তুতি হিসেবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এই আলোচনা সভা করে। সভায় হানিফ বলেন, আজ উন্নয়নের সব দিক থেকে পকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের থেকে বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশের এই উন্নতি, এই উন্নয়ন পাকিস্তানের ভাল লাগছে না। তাই বিএনপি-জামায়াতকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়।
পাকিস্তানের হয়ে ধ্বংসাত্মক কাজ করছে বিএনপি-জামায়াত। বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যরে সমালোচনা করে হানফি বলনে, আমরা বার বার বলেছি ৫ জানুয়ারির নির্বচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। এই নির্বাচন না হলে এদেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। সেই সাংবিধানিক শূন্যতার সুযোগ নিয়ে অশুভ শক্তি ক্ষমতা দখলের সুযোগ পেত।
মওদুদ সাহেব তাহলে কি আপনারা চেয়েছিলেন অশুভ শক্তি ক্ষমতা দখল করুক? ৫ জানুয়ারির নির্বাচনে ৪২ শতাংশ ভোট পড়েছে। আপনারা নির্বাচনে আসেননি, জনগণকে ভোট দিতে আসতে বাধা দিয়েছেন। আপনারা নির্বচনে এলে ৭০ শতাংশ ভোট পড়ত। আপনারা আসেননি, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ পেয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বিশ্বের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম।
তবে ক্ষমতা, দক্ষতা, প্রাজ্ঞতা ও সৃজনশীলতার বিবেচনায় শেখ হাসিনার অবস্থান অ্যাঙ্গেলা মেরকেলেরও ওপরে বলে মনে করেন হানিফ। আওয়ামী লীগের এই নেতা বলেন, জার্মানিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মতো রাষ্ট্রস্বার্থ বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতা নেই। সুশিক্ষায় শিক্ষিত জাতির বিশাল রাষ্ট্রে কম জনগোষ্ঠী নিয়ে মেরকেল এগিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের দেশের চিত্র ভিন্ন।
এখানে একটি ছোট দেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারী বিরোধী দল, জঙ্গিবাদ, দরিদ্রতার সঙ্গে লড়াই করে বিশাল জনগোষ্ঠী নিয়ে বিশ্বে উন্নয়নের নজির সৃষ্টি করেছেন শেখ হাসিনা। সুতরাং তাঁর সঙ্গে কারো তুলনা চলে না। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
< Prev | Next > |
---|