বিদেশবাংলা রিপোর্ট:
"কনজারভ ইউর মাদার ল্যাংগুয়েজ" স্লোগান নিয়ে মাদার ল্যাংগুয়েজেস কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল'র উদ্যোগে আজ ১৫ জানুয়ারি সিডনির স্থানীয় এক রেঁস্তোরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদার ল্যাংগুয়েজেস কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল সংগঠন একটি আন্তর্জাতিক ভাষাভিত্তিক সংগঠন। এই সংগঠনটি বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষা-ভাষীদের সাথে নিয়ে বিশ্ব দরবারে বাংলা ভাষা ও একুশের চতনাকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাকথা ও স্বাধীন কন্ঠের সম্পাদক এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র জয়েন্ট সেক্রেটারী আবদুল আউয়ালের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদার ল্যাংগুয়েজেস কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা শ্রী নির্মল পাল। স্বাগতিক উপস্থাপনা ও অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র নির্বাহী পরিষদের সদস্য ড. রতন কুন্ডু, একুশে বেতার ক্যানবেরার পরিচালক ড. অজয় কর, মাদার ল্যাংগুয়েজেস কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনালের পরিচালক এনাম হক।
অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র সভাপতি ডঃ এনামুল হক, জেনারেল সেক্রেটারী মোহাম্মেদ আবদুল মতিন, যমুনা টেলিভিশন'র অস্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক, দেশবিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পদার্পণকারী প্রথম বাংলাদেশী নজরুল ইসলাম, রংধনু অজবাংলার সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, বাংলাদেশী অস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুনীর হোসেন ও স্বাধীন কন্ঠের প্রকাশ কাজী আরমান।
এই সংগঠন এবং অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশীদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণের বার্তা নিয়ে ২০০৬ সালের ১৯শে ফেব্রুয়ারি সিডনির এসফিল্ড হেরিটেজ পার্কে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর প্রথম 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ'।
এছাড়াও মাদার ল্যাংগুয়েজেস কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ও অ্যাসফিল্ড সিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে ২০ ফেব্রুয়ারি"২০১৫ইং অ্যাসফিল্ড কাউন্সিল লাইব্রেরীতে 'একুশে কর্নার’এর শুভ উদ্বোধন করা হয়। একুশে কর্নার উদ্বোধনের মাধ্যমে পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণে নতুন অধ্যায়ের শুভ সূচনা করা হয়। বর্তমানে বাংলাদেশের প্রতিটি লাইব্রেরীতে একুশে কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যদিকে আগামী ১৮ই ফেব্রুয়ারী নিউ সাউথ ওয়েলস স্টেট পাবলিক লাইব্রেরীতে সেমিনার ও ২৮শে ফেব্রুয়ারি’১৭ ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য বিশেষ সেমিনার প্রস্তুতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং সার্বিক অগ্রগতি সকলকে অবিহিত করা হয়।
< Prev | Next > |
---|