বগুড়া : বগুড়ার শেরপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ও নিহতের সংখ্যা নিশ্চিত করেনি পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ।
রবিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমান্তবর্তী সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ (শজিমেক) স্থানীয় বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সড়কে দুর্ঘটনার পর থেকে জান চলাচল বন্ধ থাকলে শেরপুর ও রায়গঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এসে উদ্ধার অভিযান চালায়। অন্যদিকে পুলিশের তৎপরতায় রাত আড়াইটার দিকে আবারো যান চলাচল স্বাভাবিক হয়।
< Prev | Next > |
---|