shahajan-sirajঢাকা : সারা দেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এবং নৌমন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন মালিক সমিতি সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে মতিঝিলে সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১১টায় যোগাযোগ মন্ত্রণালয়ের নিজ দফতরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এক পরিবহন ধর্মঘটের সমাধানে একটি বৈঠক করেন। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক