স্পোর্টস ডেস্ক: হায়দরাবাদে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শেষ হয়েছে আজ। ম্যাচটিতে ২০৮ রানে হেরে গেছে বাংলাদেশ। সোমবার ম্যাচের শেষদিন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ২৫০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
এদিন ম্যাচ শেষে টাইগার দলপতি মুশফিকুর রহিম বলেছেন, বোলিংয়ে আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। আমরা যদি ভারতকে ৫৫০ বা ৬০০ রানের মধ্যে আটকে রাখতে পারতাম তাহলে আমাদের একটি সুযোগ থাকত। দ্বিতীয় ইনিংসে ভালো করাটা কঠিন ছিল। ভারতের অনেক অপশন ছিল। শুধু স্পিনার নয় পেসারদের মধ্যেও। এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আশা করি, সামনে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারব।
তিনি আরও বলেন, ছেলেদের নিয়ে আমি গর্বিত। টেইল-এন্ডাররাও অনেক ভালো করেছে। খুব কম জায়গা আছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। সামনে শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। আশা করি, সেখানে আমরা ভালো কিছু করতে পারব। দুই ইনিংসেই আমরা ১০০ ওভারের বেশি ব্যাট করেছি। মিরাজ ব্যাটিংয়ে ও বোলিংয়ে ভালো করেছে। তাইজুল ভালো বল করেছে। আমি মনে করি, বাজে ফিল্ডিং আমাদের ম্যাচে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৬৮৭ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে বিরাট কোহলিরা। পরে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩৮৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এরপর ভারত তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে। ফলে, জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৫৯ রান। কিন্তু বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ২৫০ রানে অলআউট হয়ে যায়।
< Prev | Next > |
---|