dgfdfdgf3স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে স্প্যানিশ কোপা ডেল’রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়েই রাখলো বার্সা।
প্রতিপক্ষের মাঠে কোপা ডেল’রে সেমির লড়াইয়ে নামতে হয় বার্সেলোনাকে। শুরুটা চমৎকারই করে অতিথিরা। ৭ মিনিটে সুয়ারেজের গোলে প্রথম লিড নেয় বার্সা। ডিফেন্ডার জাভিয়ার মাচেরানোর যোগান দেয়া বল গোলে পরিণত করেন সুয়ারেজ।

লিড পেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠে বার্সেলোনা। এতে কোনঠাসা হয়ে পড়ে অ্যাথলেটিকো। সেই সুযোগে ম্যাচের ৩৩ মিনিটে ২৫ গজ দূর থেকে আচমকা শটে বার্সেলোনাকে দ্বিতীয় গোল এনে দেন মেসি। ফলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। ডাবল-লিড নিয়ে ম্যাচের প্রথমার্ধও শেষ করে মেসি-সুয়ারেজরা।
দ্বিতীয়ার্ধে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করে অ্যাথলেটিকো। ফলে কিছুটা চাপে পড়ে যায় বার্সেলোনা। সেই চাপ আরও বাড়ে ৫৯ মিনিটে গোলের ব্যবধান কমান অ্যাথলেটিকোর অ্যান্থোনি গ্রিজমান। এতে ম্যাচের স্কোর দাঁড়ায় বার্সেলোনা ২-১ ব্যবধানে এগিয়ে। শেষ পর্যন্ত এই স্কোর ধরে রেখে মাঠ ছাড়ে অতিথিরা।
জয় নিয়ে মাঠ ছাড়লেও দলের পারফরমেন্সে মোটেও খুশী নন বার্সেলোনার কোচ লুইস এনরিকে, ‘পুরো ম্যাচে আমরাই ভালো খেলেছি। কিন্তু মাত্র ২টি গোল দিতে সক্ষম হয়েছি। আমাদের আরও বেশি গোল দেয়া উচিত ছিলো। এদিক দিয়ে আমরা ব্যর্থ। গোলের ব্যাপারে আমাদের আরও বেশি উন্নতি করতে হবে। দ্বিতীয় লেগে অ্যাথলেটিকোর জালে আরও বেশি গোল আমি আশা করি।’
আগামী ৮ ফেব্রুয়ারি নিজেদের মাঠে অ্যাথলেটিকোর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা।

সাম্প্রতিক