স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারে বাংলাদেশ দল। তার আগে আজ বিকালে ঘোষণা করা হবে ১৬ সদস্যের স্কোয়াড। লঙ্কান সফরকে অনেকখানি গুরুত্বের চোখে দেখছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।দল নিয়ে তিনি আগেই বলেছেন, ‘হায়দরাবাদে যে স্কোয়াডটা ছিল, সেখান থেকে একটা-দুইটা এদিক-ওদিক করা হবে। আমরা ফিটনেসকে বেশি গুরুত্ব দিচ্ছি। মাঠে পাঁচ দিন খেলার সামর্থ্যের দিকে নজর রয়েছে। সেরা দলটাই গড়তে চাই।’
সেক্ষেত্রে ইমরুল কায়েসের বাদ পড়াটা অনেকাংশে নিশ্চিত। ইনজুরির কারণে তাঁকে দলে নাও রাখতে পারেন নির্বাচকরা। কারণ প্রধান নির্বাচক ফিটনেসের নতুন মানদণ্ড হিসেবে জোর দিচ্ছেন স্কিলওয়ার্কের ওপর।
তাহলে একজন ক্রিকেটারকে শারীরিকভাবে সতেজ হলেই চলবে না স্কিলওয়ার্কের ক্ষেত্রেও থাকতে হবে শতভাগ ফিট। ফলে ইমরুলের দলে ঢোকার পথটা বেশ কণ্টকাকীর্ণ। আর ইমরুলকে না নিলে দুই টেস্টের জন্য দলে জায়গা পেতে পারেন মোসাদ্দেক হোসেন।
শ্রীলঙ্কায় এখন প্রচণ্ড গরম। তাই পেসারদের ক্লান্তির কথা মাথায় রেখে ১৬ জনের দল গঠন করবে বাংলাদেশ। পরে একজনকে ফিরিয়ে আনা হবে। এমনটি জানান মিনহাজুল আবেদিন নান্নু। সবশেষ হায়দরাবাদ টেস্টের প্রস্তুতিতে আবু জায়েদকে দেশ থেকে পাঠানো হয়েছিল। পরে তাঁকে ফেরত আনা হয়। এ রকম একজনকে এবারও মূল স্কোয়াডে রাখা হচ্ছে।
১৫ সদস্যের দলে অটোমেটিক চয়েস ১১ জন-মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মমিনুল হক, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।
বাকি ৫ জন হতে পারে এমন- মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও শুভাষিস রায় অথবা রুবেল হোসেন।
এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে টাইগাররা। আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেয়ায় তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাম্পে থাকবেন না। ম্যাচের আগে তাঁরা সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ৭ মার্চ প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তার আগে ২ থেকে ৩ মার্চ একটি অনুশীলন ম্যাচ খেলবে মুশফিকরা। ১৫ মার্চ থেকে কলম্বোতে শুরু হবে দ্বিতীয় টেস্টের মহারণ।
এরপর ২২ মার্চ একটি ওয়ানডে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ২৫ ও ২৮ মার্চ দুটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ এপ্রিল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে ৪ ও ৬ এপ্রিল।
< Prev | Next > |
---|