mostaস্পোর্টস ডেস্ক: ইনজুরি কিছুতেই মোস্তাফিজের পিছু ছাড়ছে না। বেরসিক ইনজুরির কারণে একমাত্র ভারত টেস্টেও খেলা হয়নি তাঁর। সামনে শ্রীলঙ্কা সফর। সেদিক বিবেচনা করে অন্যরকম এক পরীক্ষার মুখোমুখি হন ‘ফিজ’। পরীক্ষায় পাসও করেছেন টাইগার পেসার।বিসিএলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে দুই ম্যাচের চার ইনিংসে বোলিং করেছেন মোট ৪৮ ওভার। দিয়েছেন ১০২ রান। নিয়েছেন ৪টি উইকেট। বিসিএলে তাঁকে খেলানোর মূল উদ্দেশ্য ছিল, দীর্ঘ সময়ের বোলিংটা পরখ করা। যেটা উতরে গেছেন মোস্তাফিজ। সেদিক থেকে ‘কাটার মাস্টার’কে পাস নম্বর দিচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

প্রধান নির্বাচক বলেন, ‘মোস্তাফিজের ফিটনেস আগের চেয়ে অনেক ভালো। আমার বিশ্বাস, ও টেস্টর জন্য সম্পূর্ণ ফিট। ওর নিজেও এখন কোনো সমস্যা অনুভব করছে না। হয়তো ছন্দে ফিরতে খানিটকা সময় লাগতে পারে।নিউজিল্যান্ড সফরে পিঠের ব্যথার ফলে শেষ কয়েকটি ম্যাচ খেলা হয়নি মোস্তাফিজের। এমন ইনজুরির কারণে ভারত সফরেও দলে রাখা হয়নি তাঁকে। তবে শ্রীলঙ্কা সফরে মোস্তাফিজকে নিয়েই দল গড়ার আশা নির্বাচকদের।

গেল বছরটা দারুণ কেটেছে মোস্তাফিজের। দীর্ঘ নয় মাসের ইনজুরির ছোবল বাদ দিলে বাকি সময়টা ছিল মোস্তাফিজময়। পুরো বছরে অসংখ্য মুকুট উঠেছে মোস্তাফিজের শোকসে। দুহাত ভরে কুড়িয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং ক্রিকেটবোদ্ধাদের প্রশংসা। এককথায় বছরজুড়েই ছিল মোস্তাফিজের কল্পকথা।বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজ। ২০১৫ সালে ২২ গজে পথচলা শুরু মোস্তাফিজের। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১১টি ম্যাচে ৩০টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে ২৩ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ।

সাম্প্রতিক