স্টাফ রিপোর্টার: সারা দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে প্রাণ গেছে ১৩ জনের। গত শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জ, ময়মনসিংহের ত্রিশাল ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিনজন করে ছাড়াও বাগেরহাটে ২জন এবং পিরোজপুরে একজন ও নড়াইলে একজনের প্রাণ গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিকজন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-Â
ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে একটি বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ত্রিশালের রায়মনি চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান। তিনি বলেন, মুক্তাগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসটি চেলের ঘাট এলাকায় আরেকটি বাসকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ওসি বলেন, চালক অতিরিক্ত গতিতে বাসটি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে আহত যাত্রীরা অভিযোগ করেছেন।
দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ জেলার বদলগাছী উপজেলার উত্তর হরিহরপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আশিক (২৬), একই উপজেলার খোরশেদ আলমের ছেলে আসলাম (৩৫) ও সাইফুল আলমের ছেলে মানিক (৪০)। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক দুর্ঘটনাকবলিত যানগুলোকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি জানান, সকালে মুরগিবোঝাই একটি ট্রাক দিনাজপুরে আসার পথে উপজেলার ভাদুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকটি দুমরড়-মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হয়, আহত হয় ৪ জন। আহতদের দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন। গত শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মেহেরপুর জেলার গাংনি উপজেলার মিনাপাড়ার মোকছেদ আলীর ছেলে মহিবুল (৪৭) ও একই উপজেলার কামার খালি এলাকার আফজাল মিয়ার ছেলে মানু মিয়া (৪৫)। তারা দুজনই গরু ব্যবসায়ী। ওসি আবুল বাশার জানান, রাতে ফাঁসিতলা এলাকায় গরু নিয়ে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিমেন্ট নিয়ে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুর ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। এ দুর্ঘটনায় আহত দুজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। তিনি জানান, নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। ট্রাকে থাকা দুটি গরুও এ দুর্ঘটনায় মারা গেছে।
এছাড়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে কাজ করে। এ ছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান, বিকেলে সিলেট থেকে দিনাজপুরগামী ইউনাইটেড পরিবহন নামের একটি বাস বোয়ালিয়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ২৫ যাত্রী আহত হন। পড়ে ২৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাস ও বাসের যাত্রীদের উদ্ধাওে কাজ করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার সকালে উপজেলার কাটাখালী মোড়ে খুলনা-মংলা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী মহাসড়ক থানা ওসি কে এম আজিজুল ইসলাম জানান। নিহতরা হলেন উপজেলার চান্দেরডোন গ্রামের নরেনন্দ্রনাথ বৈরাগির ছেলে উত্তম বৈরাগী (৪৫) ও একই উপজেলার সাতবাড়িয়া গ্রামের শাহদাত হোসেনের ছেলে ফারুক হোসেন (৩০)। আহত আরেকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, খুলনা থেকে মংলাগামী বালি বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ভ্যানে চাপা দিলে ঘটনাস্থলেই চালক উত্তম বৈরাগী নিহত হন। আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ফারুক হোসেন মারা যান। দুর্ঘটনার পর ট্রাক চালক হাসান হাওলাদারকে আটক করা হয়েছে।
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়লে ইছাহাক মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের ভায়রা শামসুল হক (৬৪)। গতকাল শনিবার সকাল ১০টায় পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে চা পান করছিলেন ইছাহাক ও শামসুল। সকাল ১০টার দিকে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় গুরুতর আহত হন ইছাহাক ও শামসুল হক। স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ইছাহাককে মৃত ঘোষণা করেন। শামসুল হককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নসিমন চালককে আটক করা সম্ভব হয়নি।
নড়াইল: নড়াইলের বেলতলা এলাকায় বাসের ধাক্কায় মো. আজিজুর রহমান (৩৫) নামে নছিমনের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে দশটার দিকে নড়াইল-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের মৃত আবদুল ওহাব মোল্লার ছেলে। তিনি প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন। এলাকাবাসী জানায়, যশোর থেকে নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস পেছন দিক থেকে ওই নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা আজিজুর রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
< Prev | Next > |
---|