স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে বৃহস্পতিবার সকালে মাঠে নামবে বাংলাদেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১ ও স্টার স্পোর্টস এইচডি-৩। প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। তার পরিবর্তে হায়দরাবাদ গিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।
পিচের কন্ডিশনের উপর ভিত্তি করে বাংলাদেশ তিনজন বিশেষজ্ঞ স্পিনার কিংবা তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে পারে। তার আগে চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. মুমিনুল হক
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. সাকিব আল হাসান
৬. মুশফিকুর রহিম
৭. সাব্বির রহমান
৮. মেহেদী হাসান মিরাজ
৯. তাইজুল ইসলাম/শুভাশীষ রায়
১০. তাসকিন আহমেদ
১১. কামরুল ইসলাম রাব্বী
< Prev | Next > |
---|