hc-dhkঢাকা : রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার সকল অবৈধ স্থাপনা ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। এ বিষয়ে দায়ের করা ২৩৩টি রিট নিষ্পত্তি করে এ নির্দেশ দেওয়া হয়।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বিএম আলতাফ হোসেন। রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা নিয়ে রিট আবেদন হয়েছে ও রুল জারি করা হয়েছে। এসব আবাসিক এলাকায় যেসব বাণিজ্যিক ভবন আছে সেগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে।

সাম্প্রতিক