bed clinবিদেশবাংলা লাইফস্টাইল: আমরা অনেকেই যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণই বিছানায় থাকি। তার উপর বিছানায় সারাক্ষণ ধস্তাধ্বস্তি করার জন্য বাচ্চারা তো রয়েছেই। যার ফল হল চাদরে অসংখ্য আণুবীক্ষনিক ডাস্ট মাইটস্। আর যা থেকে আমাশয় থেকে জ্বর- হতে পারে যে কোনও সংক্রমণ। তাই সাবধান। লক্ষ রাখবেন, বিছানার চাদর যেন সব সময় পরিষ্কার থাকে।

পরিচ্ছন্নতা বজায় রাখার উপায়

১. আপনি যদি মাসে এক বার চাদর পরিষ্কার করাটা যথেষ্ট মনে করেন, তা হলে এই অভ্যাস এখনই বদলান। প্রতি সপ্তাহেই তা পরিষ্কার করা উচিত।

২. এমনকী ভুলবেন না বালিশের কভার পরিষ্কার করতেও। কারণ তাতেও একই জীবানু থাকতে পারে।

৩. বাড়িতে কোনও অসুস্থ ব্যক্তি থাকলে চেষ্টা করবেন রোজ সে ঘরের চাদর পরিষ্কার করতে।

৪. সব শেষে, মাসে অন্তত ১ বার বালিশ এবং বিছানার গদি রোদে দিন।

সাম্প্রতিক