মনির।।
সুখের বাতিঘরে এক টানে দরজা জানালার ছিটকিনি এটে দিয়ে সেই যে গেলে---
তারপর আর জ্বলেনি প্রদীপ আজ অবদি সে ঘরে।
রাতদিন এক করে সেখানে এখন কিট পতঙ্গের মেলা বসে।
মাঝরাতে পেতআত্বার নৃত্যে ভৌতিক শব্দ হয়।
বাতাসেরা হো হো করে কেঁদে ওঠে
কিলবিল করে ঘুরে বেড়ায় মৃত্যুপোঁকা।
অথচ এখানেই আমার নিবাস
এদের সাথেই আমার বসবাস
তুমি বাহির থেকে দরজা খুলে দেবে এ আশা করি না আর।
নিজ থেকে খুলব এ ইচ্ছাও মাটি দিয়েছি কবেই।
অনভ্যাসে অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি অনিয়মে।
জীবন বেছে নিয়েছে অন্ধকার
আমিও নীলে নীলে একাকার
শুধু মৃত্যুপোঁকা বুকের বামপশে বসে নিত্যদিন ইশারয় ডাকে--- আয় -----আয়----আয়
কোথায় যাব বল?
আমার তো সেদিনই মৃত্যু হয়েছে
যেদিন তুমি চলে গেলে সুখের বাতিঘরে দরজা জানালা বন্ধ করে আলোর পথ ধরে।
এক জীবনে আর কতবার যাব মৃত্যুর কাছে?
লোকে আমায় বদনাম দেবে না?
< Prev | Next > |
---|