kus driveকুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানায় মূল অভিযান চলাকালে আবারো বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এই নিয়ে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর ৬টা ৮ মিনিটে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরে ৬টা ৪৬ মিনিটে আরো একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরে ৮টা ৩৬ মিনিটে তৃতীয় বোমা এবং ৮ টা ৫০ মিনিটে চতুর্থ বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই ৫টা ৪৫ মিনিটে ঘিরে রাখা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর ৬টা ৮ মিনিটে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সাম্প্রতিক