টঙ্গীতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল শ্রমিকনেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের দাবিতে মানববন্ধনঢাকা, ১৮ এপ্রিল ২০১৭ : টঙ্গীর ২৫০শয্যা বিশিষ্ট নবনির্মিত সরকারি হাসপাতাল প্রখ্যাত শ্রমিকনেতা গাজীপুরের জনপ্রিয় প্রয়াত সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের দাবি জানাচ্ছে এলাকাবাসী ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই দাবি বাস্তবায়নে এলাকাবাসী নানা কর্মসূচি পালন করছে।

ইতিমধ্যে শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে হাসপাতালটি নামকরণের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হন্তান্তর করা হয়েছে।

২০০৪ সালের ৭ মে শহীদ আহসান উল্লাহ মাস্টারকে এই হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। ওই দিন তাকে সন্ত্রাসীরা গুলি করলে তিনি আহত হয়ে এই হাসপাতালে আসেন। হাসপাতালে তার চিকিৎসা দিতে পারেনি। তাই তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পথেই তিনি চিরবিদায় নেন বলে ঢাকার সিএমইচ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন।

টঙ্গী ও গাজীপুরবাসীর প্রাণের নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুও ঘটনায় সেদিন দেশজুড়ে মানুষের ভালবাসার ক্ষোভ জ্বলে ওঠেছিল।

আজ বীরমুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এলাকার সংসদ সদস্য। তিনি কাজ করছেন এলাকার নানা উন্নয়নে।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের মানুষ মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছে।

মঙ্গলবার টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোল্লার পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে টঙ্গী স্টেশন রোড থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার রাস্তায় মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তরা বলেন, গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য ও মেহনতি শ্রমিক জনতার প্রিয় মানুষ আহসান উল্লাহ মাস্টারকে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সন্ত্রাসীরা দিনদুপুরে জনসভার মঞ্চে গুলি করে হত্যা করে, আহসান উল্লাহ মাস্টার এমপি মেহনতি শ্রমিক জনতার দাবি আদায়ে সোচ্চার কন্ঠ ছিলেন। তাই মেহনতি মানুষের প্রিয় মানুষ আহসান উল্লাহ মাস্টারের নামে টঙ্গীতে নবনির্মিত হাসপাতালটি নামকরণ করতে হবে।

আগামী ২৪ এপ্রিল টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারে একই দাবীতে অনশন ধর্মঘট পালন করার ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ এপ্রিল টঙ্গীতে নবনির্মিত ২৫০শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি উদ্বোধনের কথা রয়েছে এলাকাবাসী তার আগেই এ হাসপাতালটি বীরমুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে করবে বলে আশা প্রকাশ করছে।

সাম্প্রতিক