ঢাকা : পুঁজিবাজারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের জেনে-বুঝে ও সার্বিক তথ্য নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যেখানে কোম্পানিতে বিনিয়োগ করবেন, সেসব কোম্পানির সার্বিক তথ্য নিয়ে তারপর বিনিয়োগ করবেন। কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন, তাদের আর্থিক অবস্থা কী, তাদের সক্ষমতা কী কী সব জেনে তারপর বিনিয়োগ করতে হবে। গুজব বা সাধারণ ধারণার ওপর নির্ভর করে কোনো কোম্পানিতে বিনিয়োগ করে সবকিছু হারিয়ে সরকার বা অর্থমন্ত্রীর ওপর দোষ চাপানো যাবে না।
তিনি বলেন, জনগণের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ কোথায় করবেন, কীভাবে করবেন এটা জানা একান্তভাবে দরকার।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে।
শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি করতে চাই। সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা কাজ করে যাব। ১০০টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করতে পারব।
< Prev | Next > |
---|