gazupor-5গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেল ক্রসিংয়ে একটি প্রাইভেটকার ওঠে গেলে কলকাতাগামী 'মৈত্রী এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আজ (রোববার) সকাল ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেলরুটের গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার গোয়ালবাথান এলাকার রিপনের স্ত্রী নুসরাত জাহান লাকি(৩৫) ও তার মেয়ে রুবাইয়া নুরজাত রিভা(৪), একই এলাকার বিদ্যুতের স্ত্রী সুনিয়া (২৯) ও তার ছেলে তহসিন আহম্মেদ তালহা (৪) এবং প্রাইভেটকারচালক মিনহাজ (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বিদ্যুত ও রিপনের পরিবার একটি প্রাইভেটকারে গোয়ালবাথান এলাকার খ্রিস্টান মিশন এলাকার স্কুলে যাচ্ছিল। প্রাইভেটকারটি ঘটনাস্থলে রেলক্রসিং পার হতে গেলে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শিশুসহ পাঁচজন মারা যায়।

কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আটকে থাকা কলকাতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটির দুইটি বগি উদ্ধার করে মির্জাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে এবং ইঞ্জিনসহ ট্রেনটি ঢাকার অভিমুখে রওনা হয়েছে। এরপরই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানান ওসি।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, সকাল সোয়া ৯টার দিকে দুর্ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী-কলকাতা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। মৈত্রী এক্সপ্রেসের লাইচ্যুত বগি উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ও চাপাই এক্সপ্রেস এবং উত্তরবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনগুলোতে যাত্রাবিরতি করে বলে জানান স্টেশন মাস্টার।

সাম্প্রতিক