স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং লিজেন্ড কুমার সাঙ্গাকারা বিশ্বাস করেন, মাথা উঁচু করে দেশে ফেরার মতো পারফরম্যান্স করেছেন মাশরাফিরা।
আইসিসির ওয়েবসাইটে এক কলামে বাংলাদেশের প্রশংসা করেছেন সাঙ্গাকারা, ‘এ ম্যাচে বাংলাদেশ সবদিক থেকে হেরে গেছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজের জন্য তারা মাথা উঁচু রেখে ঢাকায় ফিরতে পারে।’
বাংলাদেশ দলের উন্নতিতে প্রত্যেকের অবদান আছে মনে করেন সাবেক ব্যাটিং গ্রেট, ‘গত কয়েক বছরে চন্ডিকা হাথুরুসিংহের চৌকশ কোচিং, সহায়তাকারী ক্রিকেট বোর্ড ও সাকিব আল হাসানের মতো কয়েকজন যোগ্য সিনিয়র খেলোয়াড়রা বিশাল উন্নতিতে অবদান রেখেছে।’
সাঙ্গাকারার মতে চ্যাম্পিয়নস ট্রফির অভিজ্ঞতা সামনে কাজে লাগাবে বাংলাদেশ। তার দৃঢ় বিশ্বাস আগামী বিশ্বকাপে আসল প্রতিদ্বন্দ্বী হিসেবে ইংল্যান্ডে খেলবে মাশরাফিরা। তিনি লিখেছেন, ‘আইসিসির গত দুটি বড় ইভেন্টে বাংলাদেশ নকআউট পর্বে খেলল। ২০১৯ সালের বিশ্বকাপে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলতে যাচ্ছে তারা, এজন্য পরিকল্পনা শুরু করে দিতে পারে তারা।’
‘বাংলাদেশ তাদের শক্তির প্রমাণ দিয়েছে। বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঁচে গেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সাহসী পারফরম্যান্স আমাকে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কাকে মনে করিয়ে দিয়েছিল: ছোট দলও নায়ক হয়ে যেতে পারে।’, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সাঙ্গাকারার এমন মূল্যায়ন।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফিতে এ অর্জন নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে। তবে বাংলাদেশের বোলিংয়ে আরও একটু মনোযোগী হওয়া দরকার বলেছেন সাঙ্গাকারা, ‘বাংলাদেশ তাদের অর্জন নিয়ে গর্ব করতে পারে। কিন্তু যখন তারা বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড ফিরবে, তখন তাদের বোলিংয়ে আরও বেশি বৈচিত্র্য ও একাগ্রতা আনতে হবে। দেশে ও দেশের বাইরে তাদের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।’ সূত্র- আইসিসি
< Prev | Next > |
---|