ঢাকা : ৬ মাসের মধ্যে ভাঙ্গতেই হবে বিজিএমইএ'র বহুতল অবৈধ ভবন। বিজিএমইএ কর্তৃপক্ষ ৩ বছর সময় চাইলেও আদালত তা মঞ্জুর করেনি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ ৬ মাসের মধ্যে এই ভবন ভেঙ্গে ফেলার জন্য সময় বেঁধে দেন।
'তিন বছরের পূর্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) অবৈধ ভবন ভাঙা সম্ভব নয়। এই ভবন থেকে বিজিএমইএর কার্যালয় অন্যত্র সরিয়ে নিতে এই সময় প্রয়োজন' মর্মে আপিল বিভাগে আবেদন দাখিল করা হয়েছিল ৮ মার্চ বুধবার। সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দায়ের করেন।
বৃহস্পতিবার আপিল বিভাগের এক নম্বর এজলাশে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
গত ৫ মার্চ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ ভবন ভাঙার রায় পুনর্বিবেচনা সংক্রান্ত বিজিএমইএ’র রিভিউ পিটিশন খারিজ করে দেন।
< Prev | Next > |
---|