ঢাকা : বাংলাদেশ আগামী এক বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হলো নেদারল্যান্ডসভিত্তিক রাসায়নিক অস্ত্র নিবারণ সংস্থার (ওপিসিডাব্লিউ)। নেদারল্যান্ডসভিত্তিক রাসায়নিক অস্ত্র নিবারণ সংস্থার (ওপিসিডাব্লিউ) নির্বাহী কাউন্সিলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবে। এটি বাংলাদেশের কূটনীতির জন্য একটি বড় অর্জন হিসাবে বিবেচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলালকে ওপিসিডাব্লিউ’র ৪১ সদস্যের নির্বাহী কাউন্সিল সর্বসম্মতক্রমে আগামী ১২ মে ২০১৭ থেকে ১১ মে ২০১৮ মেয়াদে চেয়ারপারসন হিসাবে নির্বাচিত করেছে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রদূত বেলাল হবেন ওপিসিডাব্লিউ’র ২০তম চেয়ারপারসন। পর্যায়ক্রমিকভাবে প্রতি পাঁচ বছর অন্তর এশিয়া অঞ্চল থেকে একজন চেয়ারপারসন নির্বাচিত হয়ে থাকে। এ পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে মোট চারজন ওপিসিডাব্লিউ’র চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ভারত দুইবার এবং শ্রীলঙ্কা ও ফিলিপাইনস একবার করে ওপিসিডাব্লিউ’র চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছে।
বাংলাদেশ রাসায়নিক অস্ত্র সনদের (সিডাব্লিউসি) স্বাক্ষরকারী প্রথম কাতারের দেশগুলোর একটি। সিডাব্লিউসি একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে রাসায়নিক অস্ত্র উৎপাদন, উন্নয়ন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যামান রাসায়নিক অস্ত্রের মজুদ ও উৎপাদন ব্যবস্থা ধ্বংসের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ওপিসিডাব্লিউ এই সনদের বাস্তবায়নকারী সংস্থা।
< Prev | Next > |
---|