সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। রবিবার ভোর তিনটার দিকে রহিমাবাদ-মহান্দী সীমান্তবর্তী এলাকায় লক্ষণ দাসের আম বাগানের পাশে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, একটি রাম দা, চারটি ককটেল, দুই পিস তাজা গুলি এবং গ্রিল ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করে। নিহতরা হলেন- এক সময়ের পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কানাইলাল বাছাড়ের ছেলে বিদ্যুৎ বাছাড় (৪৬) এবং সুজনশাহা গ্রামের নুরুদ্দীন শেখের ছেলে তালহা শেখ (২৬)।
তালা থানার এএসআই শফিউজ্জামান মোহন ও পুলিশ সদস্য কল্যাণ আহত হয়েছেন। আহতরা তালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, রাতে এসআই মোজাফ্ফরের নেতৃত্বে পুলিশ টহলরত অবস্থায় রহিমাবাদ-মহান্দী সীমান্তবর্তী এলাকায় একটি আম বাগানের পাশে পৌঁছলে ডাকাত দল টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থলে দুইটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরো জানান, গুলাগুলির সময় তালা থানার এএসআই শফিউজ্জামান মোহন ও পুলিশ সদস্য কল্যাণ (ব্যাচ নং-৯৭৯) আহত হয়েছেন।
< Prev | Next > |
---|