kashmireআন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে আবারো হওয়া এক সন্ত্রাসী হামলায় তিন সৈন্যসহ একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, টহলরত অবস্থায় থাকা সৈন্যদের ওপর হঠাৎ করে আক্রমণ চালায় সন্ত্রাসীরা। এরপর সৈন্যরা পাল্টা হামলা চালালে তারা পালিয়ে যায়। জম্মু-কাশ্মিরের সোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা পিটিআই'কে পুলিশ জানায়, সোপিয়ান জেলার চিতারগাম এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন সৈন্য এবং দুইজন সাধারণ নাগরিক।

পুলিশ আরো জানায়, মারা যাওয়া সাধারণ নাগরিক একজন মহিলা। সরাসরি গুলির আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে সৈন্যরা এ সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

চলতি বছরের দুই মাসে সন্ত্রাসী হামলায় ভারতে মারা গেছে ২৬ জন সৈন্য। এর মধ্যে একজন আর্মি অফিসারও রয়েছেন। অন্যদিকে সৈন্যদের পাল্টা আক্রমণে ও অভিযানে গত ৫০ দিনে নিহত হয়েছে ২২ সন্ত্রাসী। ২০১০ সালের পর এ বছর সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসীকে হত্যা করা হল বলেও জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

সাম্প্রতিক