kazi arifঅনলাইন ডেস্ক : ছড়াকার ও আবৃত্তি শিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফ আর নেই। বাংলাদেশ সময় শনিবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

কাজী আরিফের মেয়ে আনুশকা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন থেকে অসুস্থ কাজী আরিফ। হার্টের বাল্ব অকেজো হলে তাকে ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে ভর্তি করা হয়।

কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। কিন্তু শৈশব থেকেই চট্টগ্রাম শহরে বেড়ে উঠেন তিনি। এরপর পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য সব কিছুরই হাতেখড়ি হয় সেখানেই।

১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।

কাজী আরিফ একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিকার, লেখক ও মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন।

সাম্প্রতিক