ঢাকা : রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান। খবর পেয়ে বাহিনীর ১৮টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তিনি আরো বলেন, আগুনের ভয়াবহতা অনেক বেশি। এতে বড় ধরনের ক্ষতি হবে।
তবে আগুন লাগার কারণ এবং এতে হতাহতের কোনো তথ্য তিনি জানাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে ৩টার দিকে আগুন লাগার পর বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বেড়ে যায় আগুনের ভয়াবহতা।
ওই বস্তিতে অনেক মানুষ থাকার কথা জানা গেছে। তবে হতাহতের কোনও তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা পুলিশ।
< Prev | Next > |
---|