আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ হেলমান্দ প্রদেশে গত শুক্রবার ‘ভুল করে চালানো’ মার্কিন বিমান হামলায় অন্তত ১৬ জন আফগান পুলিশ নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মার্কিন সেনাসূত্রে এই খবর জানিয়েছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনার সময় আফগান সেনারা হেলমান্দে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন। হামলায় কতজন নিহত হয়েছে যুক্তরাষ্ট্র বাহিনী তা না জানালেও হেলমান্দ শহরের কর্মকর্তারা গেরেশক জেলায় অন্তত ১৬ পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, ঘটনার পরপরই এ বিষয়ে আফগান সরকারকে অবহিত করা হয়েছে বলেও এক বিবৃতিতে বলেছে তারা। ন্যাটো বিমান হামলার মধ্য দিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর তালেবানবিরোধী অভিযানে সহায়তা দিচ্ছে। তাদের অংশ হয়েই মার্কিন বাহিনী বিমান হামলা চালাচ্ছে। সংঘটিত ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ওই সামরিক জোট। অন্য এক ঘটনায় তালেবান বাহিনী উত্তর-পূর্বের বাদাকশান প্রদেশের এক পুলিশ চৌকিতে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সংবাদমাধ্যম ওই হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহতের খবর দিলেও কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা ৩৫।
< Prev | Next > |
---|