নয়াদিল্লী : বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স-এর প্রার্থী রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী মীরা কুমারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রামনাথ কোবিন্দ শতকরা ৬৪ভাগ এবং মীরা কুমার শতকরা ৩৬ভাগ ভোট পেয়েছেন।
ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তিনি সমাজের নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশ এবং দেশের মানুষের কল্যাণে সর্বদাই নিয়োজিত থাকবেন বলে উল্লেখ করেন।
রামনাথ কোবিন্দ নিপীড়িত দলিত সম্প্রদায়ের সদস্য হিসেবে দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এরআগে দলিত সম্প্রদায়ের সদস্য হিসাবে রাষ্ট্রপতি কে আর নারায়ন ১৯৯৭সাল থেকে ২০০২ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
আগামী ২৫ জুলাই রামনাথ কোবিন্দ শপথ নেবেন।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত এক সরকারি তথ্য বিররণীতে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইলেক্টরেল কলেজ-এর সদস্যদেরকেও ধন্যবাদ জানান।
< Prev | Next > |
---|