শিমলা (ভারত): উত্তর ভারতের হিমালয় অঞ্চলে বৃহস্পতিবার এক বাস দুর্ঘটায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় এ অঞ্চলে বাসটি গভীর গিরিখাদে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশ সুপারিনটেনডেন্ট সৌমিয়া সাম্বাসিভান জানান, হিমাচল প্রদেশের শিমলা অবকাশ কেন্দ্র থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘এতে ২৮ জন নিহত ও সাতজন আহত হয়। লাশগুলো সনাক্ত করা হয়েছে।’
বাসটি কিনৌর জেলা থেকে সোলানে যাওয়ার সময় প্রায় ২শ’ মিটার গভীর গিরিখাতে বাসটি পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে জরুরি বিভাগের কর্মীদের স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যাচ্ছে।
গত সপ্তাহে পার্শ্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যে এক বাস দুর্ঘটনায় ১৬ তীর্থযাত্রী নিহত হয়। গত এপ্রিলে হিমাচল প্রদেশে একই ধরনের দুর্ঘটনায় ৪৪ জন নিহত হয়।
< Prev | Next > |
---|