অনলাইন ডেস্ক : নিউইয়র্কের ব্রুঙ্কসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির খান (৪৪) নামে বাংলাদেশী বংশোদ্ভূত এক রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনের সামনে তাকে হত্যা করা হয়। নিহতের পরিবার ও নিউইয়র্ক পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজের।
পুলিশ জানায়, ১০০১ লগান এভিনিউয়ের একটি বাসায় বিগত নয় মাস ধরেই বাস করছিলেন জাকির খান। বাড়িওয়ালার সঙ্গে তার চুক্তি ছিল বাড়িটি কিনে নেয়ার। এ নিয়ে বুধবার সন্ধ্যায় বাড়িওয়ালার সঙ্গে জাকির খানের তর্ক হয়। এক পর্যায়ে ১২ বছর বয়সী সন্তানের সামনেই জাকির খানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই বাড়ির মালিক।
পরে তাকে স্থানীয় জ্যাকোবি মেডিকেল সেন্টারে নিলে চিকিৎসকরা জাকির খানকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ৫১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।
জাকির খান নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে খুবই সুপরিচিত মুখ। তিনি ওখানে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পাঠানটিলা গ্রামে। নিউইয়র্কে পড়ালেখা করতে গিয়ে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তিনি।
< Prev | Next > |
---|