xdhj9বিনোদন ডেস্ক : বিয়ের আগে একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে গাঁটছড়া বাঁধার পর তাদের একসাথে বলিউডের ছবিতে কেউ দেখেনি। এবার অভিষেক-ঐশ্বরিয়া ভক্তদের জন্য সুখবর। নতুন ছবি ‘গুলাব জামুন’ আবার জুটি হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তারা।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবিতেই দেখা যাবে তাদের৷ ছবির নাম ‘গুলাব জামুন’। এটি রোমান্টিক কমেডি ধাঁচের ছবি। আর এতেই দেখা যাবে এই দুই তারকাকে।

সর্বশেষ রাবণ, গুরু, কুছ না কহো, উমরাও জান, ধুম টু, ঢাই অক্ষর প্রেম কে, সরকার রাজ ইত্যাদি ছবিগুলোতে একসঙ্গে দেখা যায় তাদের। শেষ তাঁদের রাবণ ছবিতে একসঙ্গে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছিলেন মণিরত্নম। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি।

বান্টি অউর বাবলি ছবির একটি আইটেম গানে বিগবি-অভি-অ্যাশকে একসঙ্গে পারফর্ম করতেও দেখা যায়, যা সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। তবে বহুদিন থেকেই সিলভার-স্ক্রিনে অভিষেক-অ্যাশকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তেরা৷ এবার হয়তো সেই আশাই পূর্ণ হতে চলেছে।

সাম্প্রতিক